Bangla
17 days ago

বন্দরনগরী চট্টগ্রামে 'দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষনে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের ভূমিকা'  শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Published :

Updated :

বন্দরনগরী চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে 'দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষনে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের ভূমিকা'  শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি ওমর এজাজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন কমিশনের চেয়ারম্যান ও সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। বিশেষ অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন চটগ্রামের বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম ও কাস্টমস কমিশনার ফাইজুর রহমান। অতিরিক্ত সচিব শীষ হায়দার চৌধুরী সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সেমিনারে বক্তারা দেশীয় শিল্প সংরক্ষণ এবং আন্তর্জাতিক ট্যারিফ যৌক্তিকীকরণের ক্ষেত্রে ট্যারিফ কমিশনের আইনগত ম্যান্ডেটকে কার্যকর করার ওপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া বক্তারা আমদানি পণ্যের শুল্কায়নের ক্ষেত্রে দেশের ট্যারিফ পলিসি অনুসরণের আহবান জানান।

Share this news